Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

জাতীয় প্রবাসী দিবস ৩০ ডিসেম্বর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ২৭ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৮:১১, ২ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

জাতীয় প্রবাসী দিবস ৩০ ডিসেম্বর

আগামী ৩০ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করেছে। অভিবাসী দিবসের পাশাপাশি ৩০ দিবস প্রবাসী দিবস সারাদেশে এমনকি সারা পৃথিবীতে যেখানে প্রবাসী ভাই-বোনেরা রয়েছেন তাদের নিয়ে এই দিবসটি পালন করা হবে। প্রবাসীদের জন্য দিবসটি উপলক্ষে আমরা কী কী কার্যক্রম গ্রহণ করছি, সে বিষয়গুলোর প্রচার-প্রচারণা হবে।

কবির বিন আনোয়ার বলেন, আমরা ইতোমধ্যে ২১টি অনলাইন সেবা চিহ্নিত করেছি। সেবাগুলো প্রবাসীরা দূতাবাস বা মিশন থেকে নিতে পারবেন। বিভিন্ন দেশের শ্রমিক হাবগুলোতে ডিজিটাল সার্ভিস করবো, সেখানে এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা থাকবে। যে ২১টি অনলাইন সেবা রয়েছে, সেগুলো কীভাবে দেয়া যায়, সেই লক্ষ্য নিয়ে কাজ করবো। কিছু নির্দেশনাও এসেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer