Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

শেষ মুহুর্তে কাপাসিয়ায় নৌকার প্রচারণা তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ২২ মার্চ ২০১৯

প্রিন্ট:

শেষ মুহুর্তে কাপাসিয়ায় নৌকার প্রচারণা তুঙ্গে

ছবি : বহুমাত্রিক.কম

গাজীপুর: আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচন সামনে শেষ মুহুর্তে নৌকার পক্ষে ব্যাপক প্রচারণা চলছে। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলবদ্ধ হয়ে গ্রামে গ্রামে নৌকার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডকে সাধারণ মানুষের কাছে তুলে ধরে নৌকার বিকল্প নেই বলে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা।

যতই নিবার্চন এগিয়ে আসছে ততই নির্বাচনী মাঠ জমে উঠছে। নেতা-কর্মীদের মাঝে দেখা যাচ্ছে উৎসবের আমেজ। এলাকার চা-দোকান থেকে শুরু কওে সেলুন, মুদি দোকানসহ ঘওে ঘরে চলছে নির্বাচনে প্রার্থীদের জয়-পরাজয়ের হিসাব-নিকাশ। এলাকায় বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের ফল ভোগ করছেন মানুষ। বিদ্যুৎ, রাস্তাঘাট, পুল-কালভার্ড, স্কুল কলেজ, মাদ্রাসার ব্যাপক উন্নয়ন হয়েছে এ সরকারের আমলে। এই উন্নয়নের চিত্র সামনে রেখে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন নেতাকর্মীরা।

এলাকা ঘুরে দেখা যায়, উপজেলায় বিভিন্ন এলাকায় উন্নয়নের কারণে সাধারণ মানুষ নৌকার প্রার্থীকে বেছে নিয়েছে। নির্বাচনে অন্যান্য প্রার্থীদের আগে এলাকায় দেখা না যাওয়ায় অনেক ভোটার ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোটের আগেই এসব অতিথি প্রার্থীদের দেখা যায়। আগে বা পরে এদের কাউকে খুঁজে পাওয়া যায় না। এলাকার মানুষের ধারণা, সুষ্ঠু নির্বাচন হলে নৌকার প্রার্থীর বিজয় ঠেকিয়ে রাখা যাবে না।
বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সহ সভাপতি অ্যাভোকেট এম এ কাদির, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন প্রধান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, সহ সভাপতি মইনুল হক মিলন, উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আ. রব দরজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. কাইউম, সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম সৈকত-সহ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে দিনরাত গণসংযোগ করে যাচ্ছেন।

উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে যাদের প্রার্থী দেয়া হয়েছে তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মোঃ আমানত হোসেন খান (নৌকা), ভাইস-চেয়ারম্যান প্রার্থী কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ (তালা) মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাঃ রওশন আরা সরকার (কলস)।

এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল মার্কা নিয়ে চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করছেন মো. এনামুল কবির, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে হোন্ডা মার্কা নিয়ে নিবার্চন করছেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক রুহুল আমীন ও আনারস মার্কা নিয়ে নির্বাচন করছেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো.আনিসুর রহমান আরিফ।

ভাইস চেয়াম্যান পদে টিউবওয়েল মার্কা নিয়ে নির্বাচন করছেন কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলু, টিয়া পাখী মার্কা নিয়ে কাপাসিয়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি মো. হাফিজুল হক আইয়ুব ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম প্রজাপতি মার্কা নিয়ে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer