Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, বুধবার ০১ মে ২০২৪

কাদেরকে বিএনপিতে যোগদানের আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৬, ৭ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ১৪:৩৬, ৭ ফেব্রুয়ারি ২০১৯

প্রিন্ট:

কাদেরকে বিএনপিতে যোগদানের আহ্বান রিজভীর

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বেচ্ছায় বিএনপির উপদেষ্টা হতে চলেছেন মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সম্প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিএনপির আভ্যন্তরীণ বিষয়ে বিভিন্ন বক্তব্যের পর তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বিএনপির বিরুদ্ধে ক্রমাগত উপদেশের ভাঙা টেপ রেকর্ড বাজিয়েই চলেছেন মন্তব্য করে রিজভী অভিযোগ করেন, সভা-সমিতি, মঞ্চ, গণমাধ্যম ও ব্রিফিংয়ে বিএনপির কী করা উচিত, বিএনপি সংসদে যোগ দেবে ইত্যাদি বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শালীনতা, ভব্যতার গুনমান বিবেচনা না করে নানা কথার খই ফোটাচ্ছেন।’

বিএনপির দরজা খোলা আছে জানিয়ে রিজভী বলেন, বিএনপির বিষয়ে এতোকিছু জানা থাকলে তার আওয়ামী লীগে থেকে লাভ কী! বরং তিনি বিএনপিতে যোগদান করুন। দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী নেতাকর্মীরা ভীতসন্ত্রস্ত মন্তব্য বরে রিজভী বলেন, বিভিন্ন এলাকায় আ`লীগ নেতাকর্মীরা তলে তলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করেছে।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর প্রতিহিংসা পূরণের সাজা দেয়ার এক বছর পূর্ণ হলো বলে জানান। বেগম খালেদা জিয়ার সাজাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক উল্লেখ করে রিজভী আরও বলেন, তিনবারের সাবেক একজন প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় সাজা দিয়ে এক বছর কারাগারে রাখার নজির পৃথিবীর কোথাও নেই।

আইন আদালতকে প্রভাবিত করে বেগম জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে বলি অভিযোগ করেন রিজভী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন - বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক, নজমুল হক নান্নু, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক মো. মনির হোসেন প্রমুখ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer