Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৩১ ১৪৩২, শনিবার ১৬ আগস্ট ২০২৫

ধানমন্ডি ৩২ এলাকা থেকে আওয়ামী সমর্থক সন্দেহে আটক ৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৭, ১৪ আগস্ট ২০২৫

প্রিন্ট:

ধানমন্ডি ৩২ এলাকা থেকে আওয়ামী সমর্থক সন্দেহে আটক ৩

ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। অবস্থানকালে সেখানে উপস্থিত তিন ব্যক্তিকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনায় ঘটে।

উপস্থিত ছাত্র-জনতার পক্ষ থেকে বলা হয়, শেখ হাসিনার ছেলে জয় ১৫ আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন। তবে আওয়ামী লীগের কর্মীরা যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে, সে জন্য ছাত-জনতা অবস্থান নিয়েছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আটকের বিষয়ে জানান, এখানে তিনজনকে আটক করা হয়েছে। আমরা তাদের ফোন চেক করবো। জিজ্ঞাসাবাদও করবো। যদি তারা নির্দোষ হয় নিরীহ হয় তাহলে ছেড়ে দেবো। দোষী হলে ব্যবস্থা নেবো।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables