Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ১৩ ১৪৩২, বৃহস্পতিবার ২৯ মে ২০২৫

সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা সস্ত্রীক পুলিশ হেফাজতে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৭, ২৭ মে ২০২৫

প্রিন্ট:

সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা সস্ত্রীক পুলিশ হেফাজতে

ছবি- সংগৃহীত

শেরপুর সাব রেজিস্ট্রারের কার্যালয় থেকে সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর সদর-৫ আসনের সাবেক এমপি রেজাউল করিম হিরা ও তার স্ত্রীকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছেন।

মঙ্গলবার বিকেলে হামলার আশঙ্কায় তাদের পুলিশের হেফাজতে নেওয়া হয়।শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার সাব রেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রির সময় আটক করা হয় সাবেক মন্ত্রী রেজাউল করিম হিরাকে। এসময় ছাত্র-জনতা, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ মিছিল করেন এবং শাস্তির দাবি জানান। পরে পুলিশ তাকে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এসময় সঙ্গে তার স্ত্রীও ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer