ছবি- সংগৃহীত
আওয়ামী লীগ নেতা ও সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী মঙ্গলবার রিমান্ডে অসুস্থ হয়ে পড়েন। তাকে কারাগারে পাঠানো হতে পারে।
এর আগে সোমবার রাজধানীর পল্টনে বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মাহবুবুল হক শুনানি শেষে সাবের হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে সাবের হোসেনকে লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মী। সাবেরের আইনজীবী এহসানুল হক সমাজীকে নিয়ে টিপ্পনী কাটেন কেউ কেউ। এ ছাড়া আদালতে পুলিশের বেষ্টনী ভেঙে তাঁর ওপর হামলার চেষ্টা করেন কয়েকজন। পুলিশ সদস্যরা ধাক্কা দিয়ে হামলাকারীদের সরিয়ে দেন এবং দৌড়ে সাবের চৌধুরীকে হাজতখানার ভেতর নিয়ে যান। গত রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেনকে গ্রেপ্তার করা হয়।