
ফাইল ছবি
হিট অ্যালার্টের কারণে ২৬ এপ্রিল রাজধানীতে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করা হয়েছে।
সোমবার বিকেলে নয়াপল্টনে মহানগর দক্ষিণ বিএনপির যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গরমের তীব্রতা কমে এলে দু-একদিনের মধ্যে সমাবেশের পরবর্তী তারিখ ঘোষণা করার কথা জানিয়েছেন দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।