Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৬ ১৪৩১, রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫

সমাবেশের অনুমতি চেয়ে রিটার্নিং কর্মকর্তাকে আওয়ামী লীগের চিঠি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৭, ৩ ডিসেম্বর ২০২৩

প্রিন্ট:

সমাবেশের অনুমতি চেয়ে রিটার্নিং কর্মকর্তাকে আওয়ামী লীগের চিঠি

ফাইল ছবি

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করতে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। ওই দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে বিকেল ৩টায় এ সমাবেশ আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

রোববার সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত একটি চিঠি ঢাকার বিভাগীয় কমিশনের কার্যালয়ে দেওয়া হয়। চিঠিটি কার্যালয় থেকে গ্রহণ করা হয়েছে।আইন অনুযায়ী, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় কোনো রাজনৈতিক কর্মসূচির জন্য রিটার্নিং কর্মকর্তার অনুমতির প্রয়োজন হবে।

চিঠিতে বলা হয়, আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানাচ্ছি, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমাবেশে অংশ নেবেন।সমাবেশের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer