Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

নৌকা প্রতীকে ভোট করার ঘোষণা বিএনপি নেতা শাহজাহান ওমরের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২২, ৩০ নভেম্বর ২০২৩

আপডেট: ১৯:০৩, ৩০ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

নৌকা প্রতীকে ভোট করার ঘোষণা বিএনপি নেতা শাহজাহান ওমরের

ফাইল ছবি

দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার হয়ে ভোট করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর।

নাশকতার মামলায় জামিনে কারামুক্তির এক দিন পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকে নির্বাচনের ঘোষণা দেন তিনি। গুলশানে নিজের বাসভবনে এ সংবাদ সম্মেলন হয়।

বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা শাহজাহান ওমর বলেন, জিয়াউর রহমানের রাজনীতির চেয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনীতি উত্তম। তাই এমন সিদ্ধান্ত তার।

বাসে আগুন দেয়ার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় বুধবার দুপুরে জামিন পান শাহজাহান ওমর। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত তাকে জামিন দেন। সন্ধ্যা ছয়টার দিকে কারাগার থেকে মুক্তি পান শাহজাহান ওমর।