Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৯ ১৪৩১, শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আরাফাত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৬, ৯ জুন ২০২৩

আপডেট: ২২:৫৬, ৯ জুন ২০২৩

প্রিন্ট:

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আরাফাত

ছবি- সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের টিকিট পেয়েছেন দলের কার্যনিবাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)। শুক্রবার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

মনোনয়ন বোর্ডের সভা শেষে এক বিফ্রিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

উল্লেখ্য, আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ হবে ব্যালটে। গত ১৫ মে এই আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer