Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৯ ১৪৩২, মঙ্গলবার ১৩ মে ২০২৫

হঠাৎ কাতার সফরে গেলেন নুরুল হক নুর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩০, ২০ মার্চ ২০২৩

প্রিন্ট:

হঠাৎ কাতার সফরে গেলেন নুরুল হক নুর

ছবি- সংগৃহীত

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর হঠাৎ কাতার সফরে গিয়েছেন। কিছুদিন আগেই মধ্যপ্রাচ্য সফর শেষে দেশে ফেরার পর আবারও বিদেশ সফরে গেলেন তিনি।

সোমবার সকাল ৯টায় একটি ফ্লাইটে তিনি কাতারের উদ্দেশ্যে রওনা হন। সূত্র জানিয়েছে, তার ঘনিষ্ঠ একজনের পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে কাতার সফরে গিয়েছেন ভিপি নুর।

বিমানবন্দরে নুরুল হক নুরকে বিদায়ী শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর রাতে ওমরার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন নুর। প্রায় এক মাসের মধ্যপ্রাচ্য সফর শেষে ১১ জানুয়ারি দেশে ফেরেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer