
রাশিয়ার একটি স্কুলে এক বন্দুকবাজের এলোপাতাড়ি গুলি্র হামলার শিকার হয়ে প্রান হারিয়েছেন অন্তত ১৩ জন। মবার মধ্য রাশিয়ায় এই ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। নিহতদের মধ্যে পাঁচ জন শিশুও আছে।
রাশিয়ার তদন্ত কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, মস্কো থেকে ৯৬০ কিলোমিটার দূরে উদমুরতিয়া এলাকায় ইজভেসকের স্কুলে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুইজন শিক্ষক, পাঁচজন ছাত্র এবং দুইজন প্রহরী রয়েছেন। হামলার পর বন্দুকবাজ আত্মঘাতী হয়েছে বলে খবর।
রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ জানিয়েছেন, হতাহতের মধ্যে শিশুও রয়েছে। ইজভেসকের স্কুলে ৬ থেকে ১৭ বছর বয়সীদের পড়ানো হতো।
যুক্তরাষ্ট্রের স্কুলে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটলেও রাশিয়ার স্কুলে গুলির ঘটনা খুব কম। এই হামলার ঘটনায় কর্তৃপক্ষ আক্রমণকারীর পরিচয় কিংবা হামলার কারণ জানাতে পারেনি।