Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২০ ১৪৩১, শনিবার ০৪ মে ২০২৪

ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে প্রলয়ঙ্করী ঝড়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে প্রলয়ঙ্করী ঝড়

ঢাকা : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে শুক্রবার কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। এতে কয়েকশ বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।

এছাড়াও ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ফ্লাইট বিলম্বিত ও বাতিল করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের দমকল বিভাগের কর্মকর্তারা জানান, ঝড়ের সময় একটি গাছ উপড়ে বৈদু্যুতিক তারের ওপর পড়লে এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে মারা যায়। লস অ্যাঞ্জেলেস রিভারের কাছে কয়েকজন লোক আটকা পড়ে। তাদেরকে নৌকায় করে উদ্ধার করা হয়।

ঝড়ে প্রায় দেড়শ বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে নগরীর অনেক মানুষের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, ঝড়ের কারণে ৬৪টি ফ্লাইট বাতিল ও ২৬৯টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

এদিকে অঙ্গরাজ্যটির অনেক এলাকায় আকস্মিক বন্যার সতর্ক বার্তা জারি করা হয়েছে। এখানে পাঁচ বছর ধরে টানা খরা চলছিল। চলতি শীত মৌসুমে রাজ্যটিতে বেশ কয়েকটি ঝড় আঘাত হেনেছে।

সর্বশেষ ঝড়ের প্রভাবে প্রবল ঝড়ো হাওয়ার পাশাপাশি মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। মূলত ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলেই এতে ক্ষয়ক্ষতি বেশী হয়েছে। তবে অঙ্গরাজ্যটির মধ্যাঞ্চল থেকে সান ফ্রান্সিসকো বে এরিয়া পর্যন্তও বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

ভূমিধসের আশঙ্কায় শুক্রবার লস অ্যাঞ্জেলেসের পূর্বে অবস্থিত সান গ্যাব্রিয়েল মাউন্টেইনসের পাদদেশের দুয়ার্তে নগরীর বাসিন্দাদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও লস অ্যাঞ্জেলেসের

দক্ষিণে অবস্থিত ক্যামারিল্লো স্প্রিংসের কিছু বাসিন্দাদের ওপর অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার পর্যন্ত এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer