Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৮ ১৪৩২, শুক্রবার ০২ মে ২০২৫

হেফাজত নেতা হারুন ইজহার আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৮, ২৯ এপ্রিল ২০২১

প্রিন্ট:

হেফাজত নেতা হারুন ইজহার আটক

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে আটক করেছে আইন-শৃঙ্খলাবাহিনী। 

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুফতি হারুনকে আটক করা হয়। হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনআমুল হাসান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ১৬টি গাড়ি লালখান মাদ্রাসায় ঢোকে। এর কিছুক্ষণ পর মুফতি হারুন ইজহারকে আটক করে নিয়ে যাওয়া হয়। হারুন ইজহার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer