Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩২, রোববার ১৩ জুলাই ২০২৫

পুরান ঢাকায় বাল্ব কারখানায় আগুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০২, ১৪ জুলাই ২০২০

প্রিন্ট:

পুরান ঢাকায় বাল্ব কারখানায় আগুন

ফাইল ছবি

রাজধানীর পুরান ঢাকার আলুবাজারের একটি বাল্ব কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

মঙ্গলবার রাত ৮টার দিকে আলুবাজারের সুরিটোলা স্কুলের পাশের একটি কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন।

তিনি বলেন, আগুনের খবর পাওয়া মাত্র চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। সর্বশেষ রাত ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনো বার্তা পাওয়া যায়নি। এ পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করবেন।