Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

অবিশ্বাস্য! ডুবে যাওয়া লঞ্চ থেকে ১২ ঘণ্টা পর জীবিত উদ্ধার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৪, ২৯ জুন ২০২০

প্রিন্ট:

অবিশ্বাস্য! ডুবে যাওয়া লঞ্চ থেকে ১২ ঘণ্টা পর জীবিত উদ্ধার

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ১২ ঘণ্টা পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে ওই ব্যক্তিকে ডুবে যাওয়া লঞ্চ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার ব্যক্তির নাম সুমন ব্যাপারী। তার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর আব্দুল্লাহপুর।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, লঞ্চ দুর্ঘটনার ১২ ঘণ্টা পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ১০টা ১০ মিনিটের দিকে কুশন পদ্ধতি ব্যবহার করে জাহাজ ভাসানোর চেষ্টা করা হলে সম্ভবত ইঞ্জিনরুম খুলে যায়। সে সময় তিনি বের হয়ে আসেন। এবং উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করেন।