
ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন (২৮) নামে এক ডাকাত নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর গ্রামে এই বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন গফরগাঁও উপজেলার শিবগঞ্জ গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে। তার বিরুদ্ধে ভালুকায় ডাকাতি একাধিক মামলা রয়েছে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে গোপন সূত্রে পুলিশ জানতে পারে ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। দুই পক্ষের গোলাগুলিতে ঘটনাস্থলেই সাদ্দাম আহত হয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, এ ঘটনা সত্যতা নিশ্চিত করে এ সময় ঘটনাস্থলে থেকে অস্ত্র উদ্ধার করা হয় এবং দই পুলিশ সদস্য আহত হন।
বহুমাত্রিক.কম