Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ১৩ ১৪৩২, বৃহস্পতিবার ২৯ মে ২০২৫

মিরপুরে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ১

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ২৭ মে ২০২৫

প্রিন্ট:

মিরপুরে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ১

ছবি- সংগৃহীত

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে মিরপুর থেকে তাকে আটক করা হয়। আটক ওই ব্যক্তির নাম লিটন হাওলাদার (২৩)।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলামকে (৫৫) গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
 
ওসি মোহাম্মদ সাজ্জাদ রুম্মন বলেন, সকাল ১০টার দিকে মানি এক্সচেঞ্জের মালিক মাহমুদুল ইসলাম ও তার বোন জামাই জাহিদুল হক (৬০) বাসা থেকে কর্মস্থলে যাওয়ার জন্য বের হন। ফায়ার সার্ভিসের পাশে বাতেন সড়কে দুটি মোটরসাইকেলে এসে ৪-৫ জন ব্যক্তি তাদের গতিরোধ করে গুলি চালিয়ে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
 
ওসি বলেন, এ ঘটনায় লিটন হাওলাদার নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী মাহমুদুল সংবাদকর্মীদের বলেন, সকালে বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোল চক্করে মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলাম। এ সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলযোগে ছয়জন দুর্বৃত্ত আমার পথ রোধ করে। তারা সঙ্গে থাকা টাকা দাবি করে। টাকা না দেয়ায় কোমরের বাম পাশে গুলি করে। পরে আমার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে একটি হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer