
ছবি- সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে কর্মবিরতি চলছে। রোববার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়। এ কারণে এনবিআরের কার্যক্রম কার্যত বন্ধ আছে।
বন্ধ রয়েছে প্রধান ফটক। গাড়ি নিয়ে ঢোকা কিংবা বের হওয়া যাচ্ছে না। তাই কর্মকর্তারা হেঁটে ভবনে ঢোকেন। এছাড়া কিছু কর্মকর্তা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রধান ফটকে বসে পড়েছেন।
এদিনি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এনবিআর চেয়ারম্যান নিজের কার্যালয়ে আসেননি। ভবনের ভেতরে ও বাইরে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
গত ১২ মে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দু’টি বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। এর পর থেকে অধ্যাদেশ জারির প্রতিবাদ করে আসছেন কর্মকর্তা-কর্মচারীরা।