Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২২ ১৪৩২, রোববার ০৭ ডিসেম্বর ২০২৫

রাউজানে নিজ দপ্তরে হামলার শিকার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট, বহুমাত্রিক.কম

প্রকাশিত: ২০:১৯, ১১ মার্চ ২০২৫

প্রিন্ট:

রাউজানে নিজ দপ্তরে হামলার শিকার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

ছবি: সংগৃহীত

রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকার= (৪২) নিজ দপ্তরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। সোমবার দুপুরে তাঁর অফিসে এ হামলা হয়। হামলাকারী শহিদুল ইসলাম ওরফে কালা শহীদ রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

আয়েশা সিদ্দীকার অভিযোগ, তিনি রাউজানে যোগদানের পর থেকে শহীদুল ইসলাম তাঁর অফিসে বারবার অন্যায় আবদার নিয়ে আসতেন। তিনি কাজ চাইতেন। কখনও কম্বল চাইতেন। তিনি (শহীদুল) কোনো জনপ্রতিনিধি নন। আবার লাইসেন্সধারী ঠিকাদারও নন। এ কারণে তাঁকে প্রত্যাখ্যান করতেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে তিনি নানাভাবে হুমকি দেন। নিজেকে বিএনপি নেতা দাবি করে বলেন, তিনি রাজনীতি করেন, তাঁর কাছে অস্ত্র আছে। 

আয়েশা সিদ্দীকার ভাষ্য, তিনি বিষয়টি বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে (বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান) জানালে তিনি স্পষ্ট বলে দেন, তাঁকে (শহীদুল) পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। সোমবার তাঁকে হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি নিজেকে কোনোভাবে রক্ষা করেন। এরপর শহীদুল অফিসের চেয়ার, টেবিল ও আসবাব ভাঙচুর করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables