Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

চুমুক রেস্টুরেন্টের দুজন আটক, কাচ্চি ভাই’র ম্যানেজার হেফাজতে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩, ১ মার্চ ২০২৪

প্রিন্ট:

চুমুক রেস্টুরেন্টের দুজন আটক, কাচ্চি ভাই’র ম্যানেজার হেফাজতে

ফাইল ছবি

বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চুমুক রেস্টুরেন্টের দুজনকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের ম্যানেজারকে হেফাজতে নেয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মহিদ উদ্দিন ব্রিফিংয়ে এই তথ্য জানান

তিনি বলেন, ‘ভবনের তৃতীয় তালা ছাড়া প্রতিটি ফ্লোরে রেস্টুরেন্টে ছিল। নিচের তালায় দুটি খাবারের রেস্টুরেন্টে ছিল। এই জায়গায় প্রথমে অগ্নিকাণ্ডের সূচনা হয়।’

ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, প্রাথমিকভাবে চুমুক রেস্টুরেন্টের দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য কাচ্চি ভাই’র ম্যানেজারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables