
ছবি- সংগৃহীত
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে প্রকল্প এলাকায় পৌঁছেছে।শুক্রবার দুপুর ১টা ৫ মিনিটে নাটোরের বনপাড়া মহাসড়ক হয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া গোল চত্বর পার হয়। ১টা ২০ মিনিটে রূপপুর প্রকল্পের সামনে গিয়ে পৌঁছায় গাড়ি বহরটি।
এর আগে, ভোরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকা থেকে রূপপুরের উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে ৬টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলোকে শফিপুরে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। পরে আবার ৭টার দিকে শফিপুর থেকে রূপপুরের উদ্দেশে রওনা দেয়। রাস্তায় নিরাপত্তা নিশ্চিতের জন্য ঢাকা-পাবনা মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।
পাবনার পুলিশ সুপার জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে সড়কপথে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম আসবে। যেহেতু পাবনা-ঢাকা রুটে অনেক সময় যানজটের সৃষ্টি হয়, এজন্য যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তার স্বার্থে ভোর ৫টা থেকে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে বিকল্প ব্যবস্থায় আরিচা-কাজিরহাট হয়ে যান চলাচল করে
বৃহস্পতিবার বিকেলে রাশিয়া থেকে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় ইউরেনিয়ামের প্রথম চালান। শুক্রবার রূপপুরে ইউরেনিয়াম এসে পৌঁছালেও রূপপুর প্রকল্প কর্তৃপক্ষের কাছে আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এ ইউরেনিয়াম জ্বালানি হস্তান্তর করবেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।