Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৮ ১৪৩২, মঙ্গলবার ১৩ মে ২০২৫

খেলা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে : ওবায়দুল কাদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩, ২৭ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

খেলা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে : ওবায়দুল কাদের

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, ডিসেম্বরে। খেলা হবে অক্টোবরে। খেলা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। এক তৃণমূল হয়েছে, সামনে আরো তৃণমূল আসছে।

বুধবার বিকেল ৫টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টঙ্গী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা দখল কে করবে সময় বলবে। ফখরুল ইদানিং কান্নাকাটি করছেন। এত কান্না কোথা থেকে আসে? ৪৮ মিনিটও খালেদা জিয়ার জন্য আন্দোলন করতে পারলেন না।’
আমেরিকাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আগে নিজের ঘর সামলান। ট্রাম্পকে সামলাতে পারেন না আবার আমাদের সামলাবেন কি করে?’

চলতি মাসের ২৮ তারিখ বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হবে জানিয়ে কাদের বলেন, ‘উন্নয়নের প্রতীক নৌকা।’ আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে তিনি সকলের সমর্থন কামনা করেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer