Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৫ ১৪৩০, রোববার ০১ অক্টোবর ২০২৩

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হচ্ছেন আজমত উল্লা খান!

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪২, ৩ জুন ২০২৩

আপডেট: ১৩:২৫, ৩ জুন ২০২৩

প্রিন্ট:

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হচ্ছেন আজমত উল্লা খান!

ফাইল ছবি

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) নতুন চেয়ারম্যান হচ্ছেন আজমত উল্লা খান। তিনি সদ্য শেষ হওয়া সিটি নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী।

শুক্রবার গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা হয়। মহানগর আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব পেলে তা নিষ্ঠার সঙ্গে পালন করার কথা জানিয়ে আজমত উল্লা খান বলেন, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি। দেখা যাক কী হয়। দায়িত্ব পেলে অবশ্যই আপনারা সবাই বিষয়টি জানতে পারবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer