
ছবি- সংগৃহীত
রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টার দিকে সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে। এখন উদ্ধারকাজ চলছে। এর আগে সোমবার সকালে সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আজ (সোমবার) সকাল পৌনে ৭টার দিকে মহাখালীর সাত তলা বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।