Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রাজধানীর সাত তলা বস্তিতে আগুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৯, ২৭ মার্চ ২০২৩

প্রিন্ট:

রাজধানীর সাত তলা বস্তিতে আগুন

ছবি- সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।সোমবার সকালে সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আজ সকাল পৌনে ৭টার দিকে মহাখালীর সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। এর পরপরই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখন পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি।

এদিকে, রোববার রাত ৩টা ২০ মিনিটের দিকে রাজধানীর কাপ্তানবাজারে জয়কালী মন্দিরের সুইপার কলোনিতে আগুন লাগে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত চারজন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- রাজু (৩৬), তার মা কান্তা (৬০), গিতা রানি দে (৬৫) ও আফজাল।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে জানান, জয়কালী মন্দিরের কাছে সুইপার কলোনির টিনশেড ঘরে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও তিনটি ইউনিট যোগ দেয়। সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তবে এখনও সেখানে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ যায়নি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer