
ছবি: সংগৃহীত
তাইওয়ানের সঙ্গে কয়েক দশকের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানায়, হন্ডুরাস সরকার বিশ্বে শুধু এক চীনের অস্তিত্বকে স্বীকার করে।
বিবৃতিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী চীনের সরকারই একমাত্র বৈধ সরকার যা সমগ্র চীনের প্রতিনিধিত্ব করে। তাইওয়ান চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ।হন্ডুরাসের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাইওয়ানকে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত অবহিত করা হয়েছে। তাইপের সঙ্গে কোনো সম্পর্ক বা অফিসিয়াল যোগাযোগ রাখবে না সরকার।হন্ডুরাস সরকারের এই সিদ্ধান্তের ফলে তাইওয়ানকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা এখন ১৩-তে দাঁড়িয়েছে।১৯৪৯ সালে গৃহযুদ্ধের মধ্যে দুই পক্ষ বিভক্ত হওয়ার পর থেকেই কূটনৈতিক স্বীকৃতির জন্য লড়াইয়ে জড়িয়ে পড়ে চীন এবং তাইওয়ান। বেইজিং তার ‘এক চীন’ নীতির স্বীকৃতি পেতে বিলিয়ন বিলিয়ন ব্যয় করেছে।এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বলেছেন, চীনের সাথে ভিত্তিহীন ডলার কূটনীতিতে জড়াবে না তাইওয়ান। গেল কয়েক বছর যাবত আমাদের দমনপীড়নে নানা পদক্ষেপ নিয়েছে দেশটি। তারা সেনা আগ্রাসনও চালিয়েছে। যার ফলে আঞ্চলিক শান্তি ও স্থিতাবস্থা হুমকিতে পড়েছে। কিন্তু কোনো হুঁশিয়ারিতেই আমরা ভীত নই।