Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৯ ১৪৩১, শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪

পুলিৎজার পুরস্কারজয়ী লেখক করম্যাক ম্যাকার্থির জীবনাবসান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৫, ১৪ জুন ২০২৩

আপডেট: ০৯:৪৫, ১৪ জুন ২০২৩

প্রিন্ট:

পুলিৎজার পুরস্কারজয়ী লেখক করম্যাক ম্যাকার্থির জীবনাবসান

-প্রয়াত করম্যাক ম্যাকার্থি

পুলিৎজার পুরস্কারজয়ী আমেরিকান লেখক করম্যাক ম্যাকার্থি (৮৯)মারা গেছেন। বুধবার রয়টার্স জানিয়েছে, নিউ মেক্সিকোর সান্তা ফে-তে নিজের বাড়িতে মঙ্গলবার লেখকের মৃত্যু হয়। 

‘দ্য রোড’ উপন্যাসের জন্য ২০০৬ সালের পুলিৎজার পুরস্কার পান ম্যকার্থি। আর্নেস্ট হেমিংওয়ে ও উইলিয়াম ফকনারের পর তাকে সবচেয়ে শক্তিশালী আমেরিকান লেখক বলে মনে করেন অনেকে।  ‘দ্য বর্ডার ট্রিলজি’র প্রথম বই ‘অল দ্য প্রিটি হর্সেস’ ১৯৯২ সালে তাকে প্রথম আলোচনায় নিয়ে আসে। বইটি থেকে সিনেমা নির্মিত হয়। তার বই থেকে নির্মিত আরেকটি বিখ্যাত সিনেমা ‘নো কান্ট্রি ফর ওল্ড ম্যান’। পুলিৎজার পুরস্কার পাওয়ার পর তিনি বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন। 

করম্যাক ম্যাকার্থি ছিলেন খুবই অন্তর্মুখী। তিনি ২০০৭ সালে অপরাহ উইনফ্রেকে সাক্ষাৎকার দিতে রাজি হয়েছিলেন। সে সময় জানিয়েছিলেন, সাক্ষাৎকার দেওয়াকে খুব জরুরি বা গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন না। তিনি বলেছিলেন, ‘বই কীভাবে লেখা হবে তা নিয়ে চিন্তাভাবনায় যদি অনেক সময় খরচ করতে হয়, তাহলে সম্ভবত তা আপনার করাই (লেখা) উচিত নয়।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer