
ছবি- সংগৃহীত
বসন্ত হেসে হেসে
আবার এসে গেছে,
এলো বনে হেলেদুলে
ফুলের ডানা মেলে।।
এলো এলো ফাগুনে ধুলোমাখা আগুনে
এলো প্রিয়া কাশবনে এলোমেলো উড়ে
এলো সুবাস ছড়ানো দিনে
আলোর আভাস দিলো।।
প্রকাশিত: ১০:৫০, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
ছবি- সংগৃহীত
বসন্ত হেসে হেসে
আবার এসে গেছে,
এলো বনে হেলেদুলে
ফুলের ডানা মেলে।।
এলো এলো ফাগুনে ধুলোমাখা আগুনে
এলো প্রিয়া কাশবনে এলোমেলো উড়ে
এলো সুবাস ছড়ানো দিনে
আলোর আভাস দিলো।।