Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৮ ১৪৩২, বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সকল সেবা এখন ডিজিটাল পদ্ধতিতে 

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৮, ১৮ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সকল সেবা এখন ডিজিটাল পদ্ধতিতে 

ছবি- সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সকল সেবা ডিজিটাল পদ্ধতিতে দেয়া হচ্ছে। এ মন্ত্রণালয়ের সেবা সংক্রান্ত সকল তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সন্নিবেশিত করা হয়েছে। পৃথিবীর যেকোন প্রান্ত হতে এ মন্ত্রণালয়ের সেবার জন্য আবেদন করা যাবে ।

সোমবার ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ভবনের সামনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত মন্ত্রণালয়ের `সেবা সপ্তাহ ২০২১` উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ১২ থেকে ১৮ জানুয়ারি ২০২১ পর্যন্ত এ মন্ত্রণালয়ের সেবা সপ্তাহ পালিত হয়।

মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধার সম্মানি ভাতা গভারমেন্ট টু পারসন (জি টু পি ) পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংক হতে মোবাইল মেসেজের মাধ্যমে সরাসরি বীর মুক্তিযোদ্ধার একাউন্টে দেয়া শুরু হয়েছে । এ পদ্ধতিতে সকল আনুসাঙ্গিক সারচার্জ সরকার বহন করবে। এজন্য বীর মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় তথ্য ডাটাবেজ সফটওয়্যার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এম আই এস) অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন , জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১৪ হাজার বাড়ির নির্মাণ করে দেয়া হবে।

মন্ত্রী বলেন, করোনা ( কোভিড -১৯) মহামারীতে বীরমুক্তিযোদ্ধাগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে । করোনার ভ্যাকসিন প্রথম ধাপেই বীর মুক্তিযোদ্ধাদেরকে দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

মোজাম্মেল হক বলেন , মহান মুক্তিযুদ্ধ সংক্রান্ত সকল স্মৃতিচিহ্ন সংরক্ষণের জন্য কাজ করছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এজন্য মুক্তিযুদ্ধের সকল বধ্যভূমি, সম্মুখ সমরের স্থানসমূহ সংরক্ষণ করা হচ্ছে। সকল শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণের কাজ চলছে। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যান ও মুজিবনগরকে আন্তর্জাতিকমানের স্মৃতি কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে ।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer