Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৮ ১৪৩২, মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫

খালেদার আদালত স্থানান্তরের রিটের শুনানি নিয়মিত বেঞ্চে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ১১ জুন ২০১৯

প্রিন্ট:

খালেদার আদালত স্থানান্তরের রিটের শুনানি নিয়মিত বেঞ্চে

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারকাজ পরিচালনায় কেরানীগঞ্জে আদালত স্থানান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন অবকাশকালীন বেঞ্চ।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে গত ২৬ মে বেগম জিয়ার বিচারিক কাজ পরিচালনায় আদালত স্থানান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

গত ২৮ মে একই বেঞ্চে আংশিক শুনানি হয়। সোমবার বিষয়টি আদালতে উত্থাপন হলে বেগম জিয়ার আইনজীবী নথি সম্পন্নের জন্য সময় চান। দু`পক্ষের বক্তব্য শেষে আদালত আজ রিটটি নিয়মিত বেঞ্চে পাঠানোর নির্দেশ দেন।

Walton
Walton