
ছবি- সংগৃহীত
ইন্ডিয়ান ওশান সম্মেলনে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর।
সুব্রামানিয়াম জয়শঙ্করকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আগামী ১২ থেকে ১৩ মে ঢাকায় ষষ্ঠ আন্তর্জাতিক ইন্ডিয়ান ওশান কনফারেন্স শুরু হতে যাচ্ছে। ২৫টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিসহ প্রায় ১৫০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেবেন।