Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, বুধবার ০১ মে ২০২৪

করোনা ভাইরাস এখন এক স্থানে সীমাবদ্ধ নেই: স্বাস্থ্য অধিদপ্তর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৯, ৬ এপ্রিল ২০২০

প্রিন্ট:

করোনা ভাইরাস এখন এক স্থানে সীমাবদ্ধ নেই: স্বাস্থ্য অধিদপ্তর

ঢাকা : প্রাণঘাতী করোনা ভাইরাস এখন আর এক সীমাবদ্ধ নেই। এটা সারা দেশেই ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।সোমবার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।

তিনি বলেন, করোনা ভাইরাস এখন আর এক স্থানে সীমাবদ্ধ নেই। এটি বেড়েই চলেছে।আবুল কালাম আজাদ আরো জানান, বাংলাদেশের ১৫টি জেলায় করোনা ভাইরাস আক্রান্ত পাওয়া গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে, তাতে দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২ জন। আর নতুন করে ৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে আক্রান্ত বেড়ে ১২৩ জন হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer