Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা নেবে কুবি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ৪ জুন ২০২১

প্রিন্ট:

১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা নেবে কুবি

মহামারি করোনাভাইরাসের কারণে আটকে থাকা বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষাগুলো আগামী ১৩ জুন থেকে সশরীরে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, একাডেমিক কাউন্সিলে আগামী ১৩ জুন থেকে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা কমিটি পরীক্ষার শিডিউল ঠিক করবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, ‘১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা হবে। এক্ষেত্রে আগের রুটিনের পরীক্ষাগুলো অগ্রাধিকার পাবে। পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন বর্ষের পরীক্ষা নেওয়া হবে। মিডটার্ম, ফাইনাল পরীক্ষাগুলো সশরীরে নেওয়া হবে। শিক্ষকরা চাইলে আর ক্লাসটেস্ট, অ্যাসাইনমেন্ট, ভাইবা এসব অনলাইনে নিতে পারবে।`

Walton Refrigerator cables
Walton Refrigerator cables