Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

পাকিস্তানে মেডিকেলের প্রফেশনাল পরীক্ষা শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০০, ৮ আগস্ট ২০২০

আপডেট: ১১:০০, ৮ আগস্ট ২০২০

প্রিন্ট:

পাকিস্তানে মেডিকেলের প্রফেশনাল পরীক্ষা শুরু

কোভিড-১৯ এর কারণে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনছে পাকিস্তান৷ তারই অংশ হিসেবে দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে মেডিকেল শিক্ষার্থীদের প্রফেশনাল পরীক্ষা৷

করোনা পরিস্থিতির শুরুর দিক থেকে অবস্থা খারাপের দিকে যেতে থাকে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে। ফলে জারি করা হয় লকডাউন৷ এরই ধারাবাকি বন্ধ ঘোষণা করা হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান৷ বন্ধ হয়ে যায় মেডিকেল কলেজগুলোর সকল প্রফেশনাল পরীক্ষা৷ তবে শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা বন্ধ থাকলেও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখে দেশটি৷

সূত্র মতে, গত প্রায় এক মাস ধরে পাকিস্তানে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার সন্তোষজনকভাবে কমে এসেছে৷ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত সবচেয়ে সফল পাকিস্তান৷ আর এর সুবাদে শিক্ষা কার্যক্রমে ফিরছে দেশটি৷ এর আগে দেশটির অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক করতে ঈদুল ফিতরের পর উঠিয়ে নেওয়া হয় লকডাউন৷ তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে৷

এবার ঈদুল আযহার পর শুরু হয়েছে প্রফেশনাল পরীক্ষা৷সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হচ্ছে এসব পরীক্ষা৷ পরীক্ষার হলে প্রবেশের পূর্বে সকল পরীক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে৷ আসনে বিন্যাসেও রাখা হয়েছে পর্যাপ্ত দূরত্ব৷

এ প্রসঙ্গে খায়বার মেডিকেল কলেজের ডিন প্রফেসর ডা. মেহমুদ আওরঙ্গজেব গণমাধ্যমকে জানান, ‘ইতোমধ্যে অনেক সময় পেরিয়ে গেছে৷ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে৷ এখন শিক্ষার্থীদের সময়৷ তাদের শিক্ষা জীবন যেন আর প্রলম্বিত না হয়, সেটি বিবেচনায় আমরা পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছি৷ তবে স্বাস্থ্যগত বিষয়টিকে মাথায় রেখে সব ব্যবস্থা নেয়া হয়েছে৷’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer