Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

বদলে গেল ৬ সরকারি মেডিক্যাল কলেজের নাম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ৩১ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

বদলে গেল ৬ সরকারি মেডিক্যাল কলেজের নাম

ফাইল ছবি

দেশের ছয়টি সরকারি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে যে ছয়টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে এগুলো হলো— শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, নোয়াখালী; শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ, ফরিদপুর; কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ; আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ নোয়াখালী; এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুর। 

এসব মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে যথাক্রমে নোয়াখালী মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল মেডিক্যাল কলেজ, ফরিদপুর মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ, নোয়াখালী মেডিক্যাল কলেজ, দিনাজপুর মেডিক্যাল কলেজ নামে নামকরণ করা হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables