Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩২, সোমবার ২৮ এপ্রিল ২০২৫

ঢাবির হল না ছাড়ার সিদ্ধান্ত আন্দোলনকারীদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৩, ১৭ জুলাই ২০২৪

প্রিন্ট:

ঢাবির হল না ছাড়ার সিদ্ধান্ত আন্দোলনকারীদের

ছবি- সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও আজ সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে হল না ছাড়ার কথা জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের একাধিক সমন্বয়ক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, ‘আমরা প্রত্যাখান করছি, আমাদের যৌক্তিক আন্দোলন নস্যাৎ করার যে ষড়যন্ত্র চলছে সেটার ফাঁদে কেউ পা দিবেন না। হল না ছাড়ার বিষয়ে সব শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আছি। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হামলা থেকে বাঁচায়নি, আমরা তাদের কথা শুনতে বাধ্য না।’

আরেক

সমন্বয়ক রিফাত রশীদ বলেন, ‘আমরা হল ছাড়ার পক্ষে না। হল ছাড়তে বলার কারণ হচ্ছে আমাদের আন্দোলন বন্ধ করা। আমরা এই ফাঁদে পা দিব না।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer