Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

এইচএসসি পরীক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করলেই ব্যবস্থা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯, ১৬ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

এইচএসসি পরীক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় করলেই ব্যবস্থা

ফাইল ছবি

এইচএসসি পরীক্ষার্থীদের থেকে টেস্ট পরীক্ষা এবং অ্যাডমিট কার্ড বাবদ অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।সম্প্রতি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের (সব) শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের থেকে টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় এবং পরীক্ষার কারণ দেখিয়ে অ্যাডমিট কার্ড দেয়া থেকে বঞ্চিত করাসহ শিক্ষার্থীদের থেকে বিভিন্নভাবে আর্থিক সুবিধা নিচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে।

এ অবস্থায় শিক্ষামন্ত্রী অতিরিক্ত ফি না নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নির্দেশনায় বলা হয়, ‘টেস্ট পরীক্ষার নামে কোনো শিক্ষার্থীর থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। পরীক্ষার কারণ দেখিয়ে অ্যাডমিট কার্ড দেয়া থেকে বঞ্চিত করা যাবে না।
 
নির্দেশনা না মানলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables