Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৫ ১৪৩০, বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩

গুচ্ছতে ভর্তির সুযোগ পাচ্ছেন আরও ২ হাজারের বেশি শিক্ষার্থী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ২৯ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

গুচ্ছতে ভর্তির সুযোগ পাচ্ছেন আরও ২ হাজারের বেশি শিক্ষার্থী

ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস ইতোমধ্যে শুরু হয়েছে। কিন্তু এখনও দুহাজারের বেশি আসন ফাঁকা থাকায় মেধাতালিকা অনুযায়ী সমসংখ্যক শিক্ষার্থী ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাই অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীরা মেধাক্রম অনুসারে আগামী এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর ফাঁকা আসনে ভর্তির সুযোগ পাবেন।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির ভার্চ্যুয়াল এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

তিনি বলেন, এবার আর স্পট অ্যাডমিশন নেওয়া হবে না। শুধু মেধাতালিকা অনুযায়ী অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করানো হবে। আর ৩ থেকে ৪ অক্টোবরের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, একজন শিক্ষার্থী কোনো একটি বিশ্ববিদ্যালয়ের একটি বিষয়ে ভর্তি থাকলে মাইগ্রেশনের সুযোগ পাবে। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন করতে পারবে না

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer