Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

৭ কলেজের শিক্ষার্থীরা ওয়েবসাইটেই প্রবেশপত্র পাবেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৫:২৫, ২৪ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

৭ কলেজের শিক্ষার্থীরা ওয়েবসাইটেই প্রবেশপত্র পাবেন

ফাইল ছবি

রাজধানীর সরকারি সাতটি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত কলেজের চূড়ান্ত পরীক্ষার প্রবেশপত্র শিক্ষার্থীরা নিজেরাই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ফলে এখন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বা হারিয়ে গেলেও আর কলেজের অফিস কিংবা বিভাগে যেতে হবে না।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত কার্যকরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা নিজেদের আইডি-পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।এতে সময় বাঁচবে ও ভোগান্তি কমবে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাবি অধিভুক্ত সাত কলেজের বিভিন্ন সভায় শিক্ষার্থীদের সমস্যার বিষয়ে আলোচনা করে প্রবেশপত্র সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিগত একটি সভায় সিদ্ধান্ত হয় যে, শিক্ষার্থীরা তাদের প্রবেশপত্র কলেজের অফিস বা বিভাগ থেকে সংগ্রহের পরিবর্তে অধিভুক্ত সরকারি সাত কলেজের ফরম পূরণ ওয়েবসাইটে তাদের আইডি-পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড করে নিতে পারবেন।’

এতে আরো বলা হয়েছে, ‘এতে করে যেমন পরীক্ষার আগে শিক্ষার্থীদের সময় বাঁচবে, তেমনি কলেজ অফিস বা সংশ্লিষ্ট বিভাগের ওপরও চাপ কমবে।শুরুতে ২০২২ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র ওয়েবসাইটে আইডি-পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড করে নিতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer