
ফাইল ছবি
আয়ারল্যান্ডের বিপক্ষে শনিবারই ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।রোববার আবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর (এআইইউবি) ২১ তম সমাবর্তনে উপস্থিত হয়ে গ্রহণ করেন স্নাতকের সনদপত্র।এবার গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় ও অধিনায়ক সাকিব আল হাসান। দুবাইয়ে স্বর্ণ দোকান উদ্বোধনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাকিবে ডিবি কার্যালয়ে তলব করা হয়েছিল।
সেই ডাকে সাড়া দিতেই রোববার বিকেল চারটার দিকে সাকিব ডিবি প্রধান হারুন অর রশিদের রুমে যান। বর্তমানে ডিবি প্রধান হারুনের রুমে আছেন সাকিব।
এর আগে বৃহস্পতিবার ডিবি প্রধান জানিয়েছিলেন, ডিবি থেকে নিষেধের পরও সাকিব আল হাসান ও হিরো আলম দুবাই গেছেন। তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাদের। দুবাইয়ে ওই জুয়েলারির দোকানে কাদের বিনিয়োগ রয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে।
এবার সে ডাকেই সাড়া দিয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।