Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীর কাছে সেনাপ্রধানের ১০ কোটি টাকার চেক হস্তান্তর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৩, ১৪ জুলাই ২০২২

প্রিন্ট:

প্রধানমন্ত্রীর কাছে সেনাপ্রধানের ১০ কোটি টাকার চেক হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সিলেটসহ বাংলাদেশের বিস্তীর্ণ উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গত জনগণের সহায়তা করতে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য তাঁদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এ অর্থ জমা দেওয়ার মাধ্যমে দুর্গত এলাকার মাঠপর্যায়ে সেনাবাহিনীর সদস্যদের সক্রিয় ভূমিকার পাশাপাশি মহৎ উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলেন।