Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

আশুলিয়ায় সেনাবাহিনীর অস্থায়ী মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে সেবা

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২, ৭ মে ২০২০

প্রিন্ট:

আশুলিয়ায় সেনাবাহিনীর অস্থায়ী মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে সেবা

ছবি- বহুমাত্রিক.কম

সাভারের আশুলিয়ায় করোনা ভাইরাসের প্রভাবে যখন মানুষ ঘর থেকে বের হচ্ছে না তখন সেনাবাহিনীর একটি টিম বিনামূল্যে অসহায়দের দোরগোড়ায় পৌচ্ছে দিচ্ছেন চিকিৎসা সেবা।

বৃহস্পতিবার দুপুরে বজ্রদীপ্ত তিন এর ব্যবস্থাপনায় আশুলিয়ার দোসাইদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে সেনাবাহিনীর ৫ সদস্যের টিম একটি অস্থায়ী ক্যাম্প করে এই চিকিৎসা সেবা প্রদান করছেন।

সাভার এরিয়ার ১১ ফিল্ড অ্যাম্বুলেন্স নবম পদাতিক ডিভিশনের সহযোগীতায় ক্যাপ্টেন ডা. তামীম ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর পাঁচ সদস্য বিশিষ্ট মেডিকেল টিম এ চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় রোগীদের তাপমাত্রাও পরীক্ষা করা হয়। একই সাথে চিকিৎসা নিতে আসা এসব মানুষের মাঝে বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এসময় কয়েক শতাধিক রোগী চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।

চিকিৎসা নিতে আসা অসহায় ও দুস্থ্যরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, করোনার প্রাদুর্ভাবে সাধারন রোগীরাও ঘর থেকে বাহিরে যাচ্ছে না। তাছাড়া তাপমাত্রাও পরিমাপ করার সুযোগ নেই তাদের। তারা খুবই অসহায় হয়ে পড়েছিল। সেনাবাহিনীর এই অস্থায়ী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায়রা অনেক উপকৃত হলো।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables