Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় ভারতীয় বিমান বাহিনী প্রধান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩০, ১১ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ঢাকায় ভারতীয় বিমান বাহিনী প্রধান

ঢাকা : ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল বীরেন্দর সিং ধানোয়া বাংলাদেশ সফরে এসেছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী কমলপ্রীত ধানোয়াও।রোববার তিনি ঢাকায় পৌঁছেছেন বলে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

বীরেন্দর সিং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের আমন্ত্রণে এ সফরে এসেছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

দুই দেশের বিমান বাহিনীর মধ্যে সম্প্রীতি বাড়াতেই এই সফর বলে জানানো হয় হাইকমিশনের পক্ষ থেকে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables