
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডাকে সাড়া দিয়ে এখন পর্যন্ত সেনাবাহিনীতে যোগ দিয়েছেন রাশিয়ার ২ লাখের বেশি নাগরিক। মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এমন দাবিই করেছেন।
এদিকে ইউক্রেনের ৪টি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্তিকরণের বিল রাশিয়ার পার্লামেন্টের দুই কক্ষেই পাস হয়েছে। এখন প্রেসিডেন্ট পুতিন তাতে স্বাক্ষর করলেই এ অঞ্চলগুলো আনুষ্ঠানিকভাবে রাশিয়ার হয়ে যাবে।
২১ সেপ্টেম্বর আংশিক সেনা সমাবেশের ডাক দেন পুতিন। সেই ডাকের অর্থ হলো- রাশিয়ার ৩ লাখ সাধারণ মানুষকে সেনাবাহিনীতে যোগ দিতে হবে। শোইগু জানান, জড়ো হওয়া সাধারণ মানুষকে ৮০টি প্রশিক্ষণ ময়দান ও ৬টি কেন্দ্রে ট্রেনিং দেয়া হচ্ছে।