Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩২, রোববার ১৩ জুলাই ২০২৫

কুয়েটে সু-উচ্চ ভবন নির্মাণ বিষয়ক টেকনিক্যাল সেমিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৭, ৯ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কুয়েটে সু-উচ্চ ভবন নির্মাণ বিষয়ক টেকনিক্যাল সেমিনার

ছবি : বহুমাত্রিক.কম

খুলনা : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘কন্সট্রাকশন টেকনিকস অফ প্রিকাষ্ট এন্ড প্রিফেব্রিকেটেড হাই-রাইজ বিল্ডিং প্রোজেক্ট ইন সিঙ্গাপুর’ বিষয়ক টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের আয়োজনে মঙ্গলবার ০৯ মে বিকালে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। সেমিনারে প্রেজেন্টেশন প্রদান করেন বিইসিএম বিভাগের প্রভাষক মিজানুর রহমান এবং সভাপতিত্ব করেন বিইসিএম বিভাগের প্রধান ড. কাজী এবিএম মহীউদ্দিন।

সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

বহুমাত্রিক.কম