
ছবি: বহুমাত্রিক.কম
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ভাইরাস মুক্ত বীজ আলু উৎপাদনের লক্ষ্যে তিন দিন ব্যাপী হাতে কলমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বারি'র কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, গাজীপুরের আয়োজনে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান করা হয়।
বারি’র পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। অনুষ্ঠানে কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনিরুল ইসলাম এবং ড. মো. মোশাররফ হোসেন মোল্লা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, (৬—৮) জুন তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণে বারি’র বিজ্ঞানী ও ব্রাকের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।