রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নৌবাহিনী জানিয়েছে, মেরিটাইম স্ট্রাইক স্কোয়াড্রন (এইচএমএম) ‘ব্যাটল ক্যাটস’-এর জন্য নিযুক্ত একটি এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টার স্থানীয় সময় দুপুর পৌনে ৩টার দিকে বিমানবাহী জাহাজ ইউএসএস নিমিৎজথেকে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বিধ্বস্ত হয়।