Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৪ ১৪৩১, রোববার ২৮ এপ্রিল ২০২৪

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ২২ মার্চ ২০২৪

প্রিন্ট:

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত

ফাইল ছবি

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী জুনে। এরপর আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বসবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১০ দল নিয়ে এবার বাংলাদেশে বসবে এই বিশ্বকাপ। যার আয়োজক দেশ বাংলাদেশ। বিশ্বকাপের কন্ডিশনকে তাই মানিয়ে নিতে বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছে ভারতীয় নারী দল।

যদিও আসন্ন এই সফরে কয়টি ম্যাচ খেলবে কিংবা সফর সূচি এখনো চূড়ান্ত করা হয়নি। তবে শোনা যাচ্ছে দশ দিনের সফরে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসবে। পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে দুই দল। 

শুক্রবার সিলেটে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারী কমিটির চেয়ারম্যান শফিউল আলম নাদেল। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে ভারত সিরিজ খেলতে আসবে। এখনও সিরিজের সূচি ঠিক হয়নি। তবে ওরা আসবে এখানে সিরিজ খেলতে এটা চূড়ান্ত।’

এর আগে ভারতীয় নারী ক্রিকেট দল দুইবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে। ২০১৪ ও ২০২৩ সালে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরও বাংলাদেশে বসেছিল। বিশ্বকাপের আগে কক্সবাজারে ভারতীয় দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। এবারও প্রস্তুতি নিতে হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্দানারা আসবেন বাংলাদেশে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer