
ছবি- বহুমাত্রিক.কম
পলাতক ও ডাকাতি মামলার আসামী মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াছিন আলী ওরপে কালা বাবুল (৪৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে। গত সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়াছিন আলী একই এলাকার মর্তুজ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে চৈতন্যগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে আন্ত: বিভাগীয় ডাকাত সর্দার হিসাবে পরিচিত। গ্রেপ্তারকৃত ডাকাত সর্দারের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে এগারোটি মামলা রয়েছে। এর মধ্যে কমলগঞ্জ থানায় দু’টি, সিলেটের মোগলাবাজার থানায় দু’টি, শ্রীমঙ্গল থানায় দু’টি, শায়েস্তাগঞ্জ থানায় দু’টি, নবীগঞ্জ থানায় একটি, কুলাউড়া থানায় একটি ও রাজনগর থানায় একটি মামলা রয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি ডাকাত সর্দার ইয়াছিন আলী ওরপে কালা বাবুলকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।